Notice Title | ৯৭তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান (Invitation for eligible Bangladeshi films to be considered for the 97th Oscars under IFFA category) |
Notice Details | ৯৭তম অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড’ (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান
৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি “ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড” (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করছে। ০১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের অথবা যুক্তরাষ্ট্র-ব্যতীত অন্য কোন দেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে (সাত) দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হচ্ছে বা হয়েছে এমন ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশির্বাদ চলচ্চিত্র (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৪ শনিবার বেলা ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রতিবছরের মতো এবারো অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ-এর উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব ড. মতিন রহমান-কে চেয়ারম্যান করে ০৬ (ছয়) সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এওয়ার্ড সেগুলোরই একটি।
৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি |
Notic Published | 14-09-2024 |
Notice Details | View Full Notice |
Goto Home | Back |